পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি বন্ধ

প্রকাশিত: মে ১৩, ২০২১; সময়: ২:২৩ অপরাহ্ণ |
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি বন্ধ

পদ্মাটাইমস ডেস্ক : ঝড়ের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (১৩ মে) দুপুরে হঠাৎ ঝড়ের কবলে ফেরি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

এরআগে এদিন সকাল থেকেই পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঘরে ফেরা মানুষের ঢল নামে।

সরেজমিনে দেখা যায়, ফেরিঘাটে নোঙর করার পর মানুষের ঢলে ঠাঁই নেই ফেরিতে। নেই স্বাস্থ্যবিধির কোনো বালাই। ঘাটে নেই আইনশৃঙ্খলা বাহিনীর কোনো কড়াকড়ি। পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজির হাট নৌরুটে ছোট-বড় ২০ ফেরি চলাচল করছে। কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে ঘাটে এসে গাদাগাদি করে ফেরিতে পার হচ্ছেন মানুষ। কিন্তু এরইমধ্যে ঝড়ের কারণে বন্ধ হয়ে গেল পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল।

গত ৭ মে থেকেই ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় ছিল পাটুরিয়া-দৌলতদিয়া। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ রোধে সাধারণ যাত্রী ও গাড়ির জন্য ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হলে গত রোববার (৯ মে) থেকে চরম ভোগান্তি শুরু হয় যাত্রীদের।

  • 21
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে