চাঁপাইনবাবগঞ্জে ১৫ হাজার পরিবার পেল ঈদ সামগ্রী

প্রকাশিত: মে ১২, ২০২১; সময়: ৮:২৩ অপরাহ্ণ |
চাঁপাইনবাবগঞ্জে ১৫ হাজার পরিবার পেল ঈদ সামগ্রী

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম শেষ হয়েছে।

বুধবার দিনব্যাপী বিভিন্ন পেশার শ্রমজীবী নারী পুরুষের মাঝে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ, পৌরসভার ১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ডে ৬ হাজার ঈদ উপহার তুলে দেন-চাঁপাইনবাগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও গ্রামীণ ট্রাভেলস চেয়ারম্যান আলহাজ্ব মোখলেসুর রহমান।

আসন্ন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী পৌর এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোখলেসুর রহমান করোনার প্রথম ঢেউয়েও ত্রাণ বিতরণ করেছেন।

ঈদ সামগ্রী বিতরণকালে মোখলেসুর রহমান বলেন, গত বছরের এপ্রিল মাস হতে শুরু করে আজ পর্যন্ত করোনা ভাইরাসের এ মহামারীতে কর্মহীন হয়ে পড়া গরীব দুস্থ মানুষকে তার নিজস্ব উদ্যোগে বিভিন্নভাবে খাদ্য সহায়তা ও আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছেন। গতবছর আনুমানিক ৩২ হাজার মানুষকে খাদ্য সহায়তা প্রদান করার কথা উল্লেখ করেন মোখলেসুর রহমান।

এ সব ঈদ সামগ্রী বিতরণীতে আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলহাজ্ব মোখলেসুর রহমানের এমন কাজে সন্তুষ্ট পৌরবাসী। জনকল্যাণমূলক এমন কাজ সামনে মেয়র নির্বাচনে আশীর্বাদ হয়ে ধরা দেবে বলে মনে করছেন বিশিষ্টজনরা।

 

  • 109
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে