আদমদীঘিতে ঈদ উপহার পেলেন যুবদল নেতা হারুন

প্রকাশিত: মে ১২, ২০২১; সময়: ৫:২৭ অপরাহ্ণ |
আদমদীঘিতে ঈদ উপহার পেলেন যুবদল নেতা হারুন

নিজস্ব প্রতিবেদক, আদমদীঘি : দেশে বিভিন্ন সময়ে গণতান্ত্রিক আন্দোলনে মামলা-হামলার শিকার ও নির্যাতিত নেতা-কর্মীদের পরিবারের জন্য ঈদ উপহার বিতরণ কার্যক্রম শুরু করেছে বিএনপি। এরই অংশ হিসেবে বগুড়ার আদমদীঘিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ঈদ উপহার ও নগদ অর্থ নিয়ে যুবদলের মিছিলে হামলাম শিকার উপজেলা যুবদল নেতা হারুনুর রশিদ ও তার পরিবারের খোঁজ খবর নেন স্থানিয় নেতৃবৃন্দরা।

বুধবার বেলা ১২টায় উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের বাগবাড়ি গ্রামে হারুনের বাড়ি গিয়ে তাদের হাতে এসব ঈদ উপহার ও নগদ অর্থ তুলে দেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য মাহাফুজুল হক টিকন।

এসময় উপস্থিত ছিলেন সান্তাহার পৌর যুবদলের সাবেক সভাপতি মামুনুর রশিদ মামুন, বিএনপির নেতা শহিদুল ইসলাম, মাহামুদুল হক বুলু, লিয়াকত আলী, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম, যুগ্মআহবায়ক আরিফুর হক রুমান, আনোয়ার হোসেন জীবন, সিহাব চৌধুরী, সান্তাহার পৌর যুবদলের আহবায়ক ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, সিনিয়র যুগ্মআহবায়ক মাহাফুজুর রহমান লিটন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক রুহুল আমীন, সদস্য সচিব আব্দুর রাজ্জাক, সান্তাহার পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মানিক হোসেন, যুবদল নেতা আবু রায়হান, কারমান আলী, মিলন হোসেন, জুয়েল রানা, তামিম হোসেন, আবুল বাশার, ছাত্রদল নেতা সোহাগ হোসাইন, মহিবুল ইসলাম শাকিব, মেজবাহুল হাসান জিহাদ, শাহারিয়ার আলিফ, রাহুল হোসেন, আব্দুল খালেক, শাকিল হোসেন, সিহাব, হাসিবুল ইসলাম, আলী আফসান জেমি, জিসান প্রমুখ।

হারুনুর রশিদের মা খালেদা বলেন, গত ২০১৮ সালের পহেলা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালনের জন্য আদমদীঘি থেকে যুবদলের মিছিল নিয়ে বগুড়া সাতমাথা অতিক্রম করার সময় হামলার শিকার হয়ে ছুরিকাঘাতে মারাত্বক আহত হলে হারুনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। দীর্ঘদিন চিকিৎসা নিলেও আজ পর্যন্ত সে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেনি।

  • 33
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে