নওগাঁয় বিএসডিও নির্বাহী পরিচালকের বিরুদ্ধে নানা অভিযোগ

প্রকাশিত: মে ১০, ২০২১; সময়: ৬:১৮ অপরাহ্ণ |
নওগাঁয় বিএসডিও নির্বাহী পরিচালকের বিরুদ্ধে নানা অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর মহাদেবপুরে বরেন্দ্রভুমি সমাজ উন্নয়ন সংস্থার (বিএসডিও) নির্বাহী পরিচালকের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। এছাড়া তার নির্দেশে মন্দিরের জমিতে গরু জবাইয়ের ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এই ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে অসন্তোষ দেখা দিলে এক অধ:স্তন কর্মচারীর উপর দায় চাপিয়ে সাময়িক বরখাস্ত করেছে সংস্থাটি।

সামিয়ক বরখাস্ত ওই কর্মচারী সংস্থার সমন্বয়ক (অর্থ ও প্রশাসন) আজিজার রহমান। তিনি নওগাঁ জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসকল অভিযোগ তুলে ধরেন।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, ‘রমজান শুরুর পূর্বের দিন ১৩ এপ্রিল সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা মাংস ভাগাভাগি করে নেয়ার জন্য একটি গরু ক্রয় করে। সংস্থার উর্ধতন কর্মকর্তা আতাউর রহমান ও নির্বাহী পরিচালক আব্দুর রউফের নির্দেশে সেই গরুটি মন্দিরের জায়গায় জবাই করা হয়। এ নিয়ে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে অসন্তোষ দেখা দেয়া।’

‘পরবর্তীতে নির্বাহী পরিচালক ও কর্মকর্তা আতাউর রহমান নিজেরা দায়মুক্ত থাকতে মিথ্যা দোষ চাপিয়ে আমাকে (আজিজার রহমান) সাময়িকভাবে বরখাস্ত করে। আমি একজন প্রতিবন্ধী ব্যক্তি এবং সংস্থাটির জন্মলগ্ন থেকে সম্পৃক্ত আছি। সংস্থাটি গঠনের সময় আমাদের পরিবার জমি দিয়ে সহযোগিতা করেছে। হঠাৎ মিথ্যা দোষ দিয়ে চাকুরীচ্যুত করায় আমি দিশেহারা হয়ে পড়েছি।’

সংবাদ সম্মেলনে আজিজার রহমান লিখিত বক্তব্যে বিএসডিও বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতি তুলে ধরে বলেন, ‘তুচ্ছ কারণ দেখিয়ে নির্বাহী পরিচালক ও আতাউর রহমান যাচ্ছেতাই করেন। যখন তখন যাকে তাকে চাকুরীচ্যুত করা হয়। এমনকি চাকুরীচ্যুত করার পর নায্য পাওনা থেকে বঞ্চিত করা হয় কর্মিদের। তা আর কখনও পরিশোধ করা হয় না।

সংবাদ সম্মেলনে মহাদেবপুর এলাকার স্থানীয় কয়েকজন বাসিন্দা ও গণমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন।

  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে