সুজানগরে টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২১; সময়: ৮:১১ অপরাহ্ণ |
সুজানগরে টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, সুজানগর : পবিত্র রমজান মাস উপলক্ষে স্বল্পমূল্যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সারা দেশের মতো সুজানগরেও পণ্য বিক্রি শুরু করেছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন।

টিসিবির তথ্য অনুযায়ী, ট্রাক থেকে একজন ক্রেতা দিনে ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ ৪ কেজি চিনি, ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ ২ কেজি মসুর ডাল, ১০০ টাকা দরে ৫ লিটার সয়াবিন তেল ও ছোলা ৫৫ টাকা কেজি দরে ক্রয় করতে পারবেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও ) মো. রওশন আলী জানান, সুজানগরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে করোনা স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার মাধ্যমে এই পণ্য বিক্রি চলমান থাকবে ।

উল্লেখ্য, শর্ত অনুযায়ী কার্যক্রম পরিচালনা না করায় সুজানগর উপজেলার ৫ জন ডিলার টিসিবির পণ্য উত্তোলন করতে পারেননি। ফলে পাবনা জেলার ফরিদপুরের দুইজন ডিলারের মাধ্যমে সুজানগর উপজেলায় টিসিবির এ পণ্য সামগ্রী বিক্রয় করা হচ্ছে।

  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে