সিরাজগঞ্জের সলঙ্গায় ২ শীর্ষ ডিজিটাল জুয়ারী গ্রেপ্তার

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২১; সময়: ৩:২৯ অপরাহ্ণ |
সিরাজগঞ্জের সলঙ্গায় ২ শীর্ষ ডিজিটাল জুয়ারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : নিজস্ব মোবাইল ডিভাইসের মাধ্যমে বিকাশের মাধ্যমে বেআইনী ভাবে সরকার ও বাংলাদেশ ব্যাংক কর্তৃক বিভিন্ন সময়ে জারীকৃত অবৈধ ই-ট্রানজেকশনের মাধ্যমে জুয়া পরিচালনা করা ২ ডিজিটাল জুয়ারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ সদস্যরা।

তাদের কাছ থেকে অবৈধ জুয়ার লেনদেনের কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়। আকৃকৃতরা হলো থানার দত্ত কুশাবাড়ি গ্রামের দরাব আলীর ছেলে মিলন মাহমুদ (২৩) এবং জাহিদুল ইসলামের ছেলে শাহ আলম (১৭)। তাদেরকে বৃহস্পতিবার দুপুরে থানা পুলিশের মাধ্যমে জেল হাজতে প্রেরক করা হয়েছে।

র‌্যাব-১২ এর সিরাজগঞ্জ স্পেশাল কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ জানান, বৃহস্পতিবার ভোর রাতে র্যাব সদস্যরা সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন দত্তকুশা বুড়িবাড়ী গ্রামের ২ শীর্ষ ডিজিটাল জুয়ারীর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। তখন তাদের জুয়া খেলা পরিচালনায় ব্যবহৃত ৩টি মোবাইল ফোন সহ আটক করা হয়।

পরে র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, নিজস্ব মোবাইল ডিভাইসের মাধ্যমে মোবাইলে আর্থিক সেবা প্রতিষ্ঠান বিকাশের মাধ্যমে বেআইনী ভাবে সরকার ও বাংলাদেশ ব্যাংক কর্তৃক বিভিন্ন সময়ে জারীকৃত অবৈধ ই-ট্রানজেকশনের মাধ্যমে নিষিদ্ধ ৯রিপশবঃং.ষরাব ভধপবনড়ড়শ.পড়স/মৎড়ঁঢ়ং/৯রিপশবঃ এর সহযোগীতায় ডযধঃংধঢ়ঢ়ং ধমবহঃ গ্রুপের মাধ্যমে বিভিন্ন অনলাইন জুয়া পরিচালনা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।

দুই ডিজিটাল জুয়ারীর উদ্ধারকৃত বিকাশ একাউন্ট নম্বারের বিকাশ এ্যাপস পর্যালোচনা করে দেখা যায় যে, বিকাশ একাউন্টে বর্তমানে (জব্দ কালীন সময়) স্থিতি আছে ১০ লাখ ৮৩ হাজার ৫৭৩ টাকা। পরে তাদের মামলা দিয়ে সলঙ্গা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

  • 68
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে