পত্নীতলায় ছিন্নমূলদের নিয়ে পুলিশের ইফতার

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২১; সময়: ৯:৩৬ অপরাহ্ণ |
পত্নীতলায় ছিন্নমূলদের নিয়ে পুলিশের ইফতার

নিজস্ব প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় ছিন্নমূল মানুষের সাথে ইফতারি করেছে পুলিশ। মঙ্গলবার নজিপুর বাসস্ট্যান্ড গোল চত্বর মসজিদ এলাকায় রাস্তার উপরে এই ইফতারের আয়োজন করে পত্নীতলা থানা পুলিশ। ওসি শামসুল আলম শাহের নেতৃত্বে এসময় প্রায় ৩ শতাধিক ছিন্নমূল মানুষ পুলিশের সঙ্গে ইফতার করেন।

পহেলা রোজা থেকেই সর্বাত্মক লকডাউন ঘোষণা করে সরকার। এ কারনে উপজেলার প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়, প্রবেশদ্বার ও সড়কে চেকপোস্ট বসানো হয়েছে। চেকপোস্টগুলোতে ২৪ ঘন্টা থাকছে পুলিশ মোতায়েন। ওইসব পুলিশ সদস্যদেরকে নাওয়া-খাওয়া সবই করতে হচ্ছে চেকপোস্টেই।

রোজাদার পুলিশ সদস্যরা স্বজনদের ছেড়ে রাস্তায় বসেই ইফতার করছেন। সেখানেই চলছে মেহমানদারী। পণ্যবাহী গাড়িচালক, পথচারী, নৈশ্য প্রহরী, ছিন্নমূল মানুষকে সাথে নিয়ে ইফতার করছেন তারা। পুলিশের এই ভালবাসা ও প্রাণবন্ত মেহমানদারী ইফতারীতে খুশি সাধারণ মানুষ।

পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, প্রতিনিয়তই অপরিচিত কিছু রোজাদার মেহমানের সাথে ইফতার করছি। কেউ কাউকে চিনি না, অথচ একসাথে ইফতার করছি। এতে সাধারণ মানুষ ও পুলিশের মধ্যে মেলবন্ধন তৈরী হচ্ছে।

পুলিশের এমন মহৎ কাজের প্রশংসা করেছেন সুধিজনরা। লকডাউনের মধ্যে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন তারা।

  • 82
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে