শিবগঞ্জে অবৈধ ভরাট বালু উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২১; সময়: ৩:৫৫ অপরাহ্ণ |
শিবগঞ্জে অবৈধ ভরাট বালু উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পদ্মা নদীতে প্রশাসনের নাম ভাঙিয়ে অবৈধভাবে বালু ও ভরাট উত্তোলনের দায়ে আটজনকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বি এই রায় দেন।

তিনি জানান, উচ্চ পর্যায়ের প্রশাসনের নাম ভাঙিয়ে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী পদ্মায় অবৈধভাবে বালু ও ভরাট উত্তোলন করে আসছে- এমন সংবাদের ভিত্তিতে পাঁকা, উজিরপুর, সাত্তার মোড় ও বহালাবাড়িসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে বালু-ভরাটের মালিক ও ট্রাক্টর চালকসহ আটজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে অবৈধভাবে বালু-ভরাট উত্তোলনের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদী জব্দ করা হয়।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করে এক লাখ টাকা জরিমানা করা হয়। পদ্মা নদী তীরবর্তী বাড়িঘর, ফসলি জমি ভাঙন ও পরিবেশ বিপর্যয় দেখা দেয়ার আশঙ্কা রয়েছে জানিয়ে অবৈধ বালু-ভরাট উত্তোলন বন্ধে এ ধরণের অভিযান অব্যহত থাকবে জানান তিনি।

  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে