চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ৮ জুয়াড়ি আটক

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২১; সময়: ৯:০৮ অপরাহ্ণ |
চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ৮ জুয়াড়ি আটক

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবগঞ্জ পৌর এলাকার ১৫ নং ওয়ার্ডের কলোনীপাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে জুয়া খেলার অপরাধে ৮ জনকে আটক করেছে র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল।

আটককৃতরা হচ্ছেন- চাঁপাইনবাবগঞ্জের ১৫ নং ওয়ার্ডের ১ নং কলোনীপাড়ার মৃত আবেদা বেগম ও মৃত আলীম উদ্দীনের ছেলে মো. মাহমুদ হোসেন (৫৫), একই ওয়ার্ডের ফকিরপাড়ার মোছা, তানজিলা বেগম ও গোলাম মোস্তফার ছেলে মো. মিনাজ (৩২), মসজিদপাড়া মহল্লার মোছা. মিমি ও বাদশার ছেলে মো. শাকিল (৩২), একই মহল্লার মোছা. রাবেয়া খাতুন ও তৌফিক হোসেনের ছেলে মো. রাসেল (৩২), মসজিদপাড়া মহল্লার মোছা. টুসু বেগম ও মৃত আজাদ মিয়ার ছেলে মো. টুকু (৩৫), একই মহল্লার মুসলেমা বেগম ও মৃত কালু খলিফার ছেলে মো. মেরাজ (৩২), শামসুন নাহার ও মৃত আজম আলীর ছেলে বাবু (৩৫), ১ নং কলোনী পাড়ার তৈয়বা বেগম ও মৃত আব্দুল সাহিদ মো. রানা (৩৫)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার জানতে পারেন পৌর এলাকার কলোনীপাড়ার একটি বাড়িতে বহুদিন ধরে জুয়া খেলা চলছে। এ লক্ষ্যে র‌্যাব নিজস্ব গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছিল।

এরই প্রেক্ষিতে রোববার রাত ১১ টার দিকে ঐ এলাকায় মাহমুদ হোসেনের টিনসেড বাড়ীর দ্বিতীয় তলার রুমের ভেতর অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে ৮ জুয়াড়িকে আটক করতে সক্ষম হয় র‌্যাব। এ সময় নগদ ১৮ হাজার ১০০ টাকা, ১৫টি মোবাইল সেট, ১ সেট পুরাতন প্লেয়িং কার্ডসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় ১টি নিয়মিত মামলা রুজু করা হয়।

  • 22
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে