রাণীনগরে বোরো ধান কর্তনের উদ্বোধন

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২১; সময়: ৮:২০ অপরাহ্ণ |
রাণীনগরে বোরো ধান কর্তনের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে চলতি বোরো ধান কর্তনের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার ছয়বাড়িয়া মাঠে জমি থেকে ধান কেটে উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল।

কৃষি অফিস সুত্র জানায়, চলতি মৌসুমে উপজেলার ৮টি ইউনিয়নে ১৮ হাজার ৮০০ হেক্টর জমিতে ধান রোপন করা হয়েছে। জিরাশাইল, কাটারিভোগসহ কয়েক জাতের ধান রোপন করেছেন কৃষকরা। ইতোমধ্যে ৬০ শতাংশ ধান পেকে গেছে। চলতি মৌসুমে ৭৭ হাজার ৮৫০ মেট্রিক টন ধান উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

কৃষি বিভাগ রাণীনগর উপজেলার আয়োজনে বোরো ধান কর্তনের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো, কৃষি কর্মকর্তা শহিদুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

  • 60
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে