মহাদেবপুরে ৩টি ইটভাটায় ৭০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২১; সময়: ৯:৩০ অপরাহ্ণ |
মহাদেবপুরে ৩টি ইটভাটায় ৭০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে ৩টি ইটভাটায় অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী এ জরিমানা করা হয়।

রবিবার দুপুরে উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের বাগডোব বাজারে অবৈধভাবে গড়ে ওঠা আল আমীন ব্রিকস এ অভিযান চালানো হয়। এসময় নানা অনিয়মের কারণে নগদ ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আর উপজেলার খাজুর ইউনিয়নের সরকার এ্যান্ড সন্স ব্রিকস ও খান এ্যান্ড সন্স ব্রিকসকে নগদ ১৫ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অপরদিকে লকডাউন বাস্তবায়নে উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা অনুযায়ী স্বাস্থ্যবিধি না মানায় ২টি মামলায় ৪০০ টাকা জরিমানা করা হয়েছে। সকল অভিযানের সময় স্বাস্থ্যবিধি মেনে মাস্ক বিতরণ করা হয়েছে।

মহাদেবপুর থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা খাতুন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও লাইসেন্স না থাকায় আল আমীন ব্রিকসের ৪০ হাজার টাকা, সরকার এ্যান্ড সন্স ব্রিকস ও খান এ্যান্ড সন্স ব্রিকসের লাইসেন্স নবায়ন না থাকায় ১৫ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়েছে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি আরো জানান, উপজেলায় অবৈধভাবে কোন ইটভাটা চলতে দেয়া হবে না। অভিযান শুরু হয়েছে, তা অব্যাহত থাকবে। তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

  • 113
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে