মান্দায় ‘সর্বাত্মক লকডাউন’ কার্যকরে মাঠে প্রশাসন

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২১; সময়: ৪:১০ অপরাহ্ণ |
মান্দায় ‘সর্বাত্মক লকডাউন’ কার্যকরে মাঠে প্রশাসন

নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় করোনাভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত ‘সর্বাত্মক লকডাউন’ কার্যকর করতে মাঠ পর্যায়ে কাজ করছে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইমরানুল হক রোববার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন হাটবাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। এসময় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইমরানুল হক জানান, দেশে ক্রমেই বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুহার। এ ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার ‘সর্বাত্মক লকডাউন’ ঘোষণা করেছে। কিস্তু লোকজন সরকারি নির্দেশনা অমান্য করে রাস্তাঘাটে চলাচলসহ ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে বেচাকেনার চেষ্টা করছেন।

তিনি আরও বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নে রোববার উপজেলার সাবাই ও দেলুয়াবাড়ি বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সংক্রামক রোগ নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ২৫ ধারায় দুইটি হার্ডওয়ার দোকানসহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

উল্লেখ্য, দেশে করোনাভাইরাসের উর্ধ্বমুখী সংক্রমণের প্রেক্ষাপটে গত বুধবার থেকে কঠোর বিধিনিষেধ ঘোষনা করে সরকার। এই বিধিনিষেধকে বলা হচ্ছে ‘সর্বাত্মক লকডাউন’। আগামি ২১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত এই বিধিনিষেধ বলবৎ থাকবে।#

  • 82
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে