আদমদীঘিতে জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৪

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২১; সময়: ৯:২১ অপরাহ্ণ |
আদমদীঘিতে জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক, আদমদীঘি : বগুড়ার আদমদীঘিতে রাতের আধারে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৪ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১১টায় উপজেলার সান্তাহার ইউপির কায়েতপাড়া গ্রামের একটি সবজি চাষের ভিটায় অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার চারজন হলেন, উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের সিংড়াপাড়ার মোসলেম উদ্দীনের ছেলে আব্দুর রাজ্জাক (২৪), সান্তাহার ইউপির কায়েত পাড়া গ্রামের মৃত হাদনের ছেলে সামাদ (৩৮), একই গ্রামের মৃত মকছেদ আলীর ছেলে ছানাউল (২৪) ও দমদমা গ্রামের আব্দুস সালামের ছেলে বিদ্যুৎ হোসেন (২৭)।

জানা যায়, উপজেলার সান্তাহার ইউনিয়নের কায়েতপাড়া গ্রামে স্থানীয় জুয়াড়িরা জুয়ার আসর বসায়। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১১টা থানার উপ-পরিদর্শক (এসআই) রকিব হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান পরিচালনা করে ৪ জুয়াড়িকে গ্রেপ্তার করেন।

এ সময় অন্যরা দৌঁড়ে পালিয়ে যায়। পুলিশ ওই জুয়ার আসর থেকে ১ হাজার ৭০০টাকা, দুইটি তাসের প্যাকেট ও তাস খেলার কাজে ব্যবহৃত প্লাষ্টিকের চট জব্দ করে।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে