ধামইরহাটে কড়া নিরাপত্তায় চতুর্থ দিনের লকডাউন

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২১; সময়: ৮:৩০ অপরাহ্ণ |
ধামইরহাটে কড়া নিরাপত্তায় চতুর্থ দিনের লকডাউন

নিজস্ব প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাট আমাইতারাসহ উপজেলার বিভিন্ন এলাকায় কঠোরভাবে পালিত হচ্ছে চতুর্থ দিনের লকডাউন। পুলিশের পাশাপাশি উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে মোবাইল টিম মাঠে কাজ করছে।

শনিবার ( ১৭ এপ্রিল) সকালে লকডাউনের চতুর্থ দিনে ধামইরহাট উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, উপজেলার সকল ইউনিয়নে কঠোর  লকডাউন পালিত হচ্ছে। উপজেলার খাদ্য ও ঔষধের দোকান ছাড়া অন্যান্য বিপনী বিতান, দোকানপাট বন্ধ দেখা গেছে। ধামইরহাট থেকে নওগাঁ, রাজশাহী, ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে চলাচল করা গণপরিবহন বন্ধ রয়েছে।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল মমিন সাংবাদিকদের বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক লকডাউন বাস্তবায়নে পুলিশ সদস্যরা সকাল থেকেই তৎপর রয়েছেন। শুধু সরকারি নির্দেশনা ও প্রশাসন সতর্ক হলেই হবে না, এই মহামারী করোনা থেকে বাঁচতে হলে সকলকে স্বাস্থ্যবিধি মানাসহ সর্বাত্মক সহযোগিতা করতে হবে।

তিনি আরো বলেন, করোনার সংক্রমণ রোধে সকল নির্দেশ ও স্বাস্থ্যবিধি মানতে হবে। সকলে সহযোগিতা করলে করোনা মোকাবেলা অনেক সহজ হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে