বড়াইগ্রামে পুকুর খনন করায় ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২১; সময়: ৭:৪৮ অপরাহ্ণ |
বড়াইগ্রামে পুকুর খনন করায় ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম : নাটোরের বড়াইগ্রামে হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে কৃষি জমিতে পুকুর খনন করার অপরাধে কামাল হোসেন (৩৫) নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমান করেছে ভ্রাম্যমাণ আদালত।

কামাল হোসেন হোসেন টাংঙ্গাইল জেলার মহেরা উপজেলার কয়রা এলাকার আবুল কাশেমের ছেলে।

শনিবার উপজেলা নগর ইউনিয়নের আটাই বিলে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মালেক।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহাঙ্গীর আলম জানান, আটাইগ্রামে রানার কৃষি জমিতে ভেকু দিয়ে পুকুর খনন করেছিলেন মৌখাড়া এলাকার রুবেল হোসেন। এসময় জেলা প্রশাসকের কার্যালয় থেকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল মালেককে অভিযান চালাতে বলা হয়।
তিনি অভিযানে এলে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে রুবেল হোসেন পালিয়ে যান। পরে ভেকুর চালক কামাল হোসেনকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে