সান্তাহারে চলছে সর্বাত্মক লকডাউন

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২১; সময়: ৭:১৭ অপরাহ্ণ |
সান্তাহারে চলছে সর্বাত্মক লকডাউন

নিজস্ব প্রতিবেদক, আদমদীঘি : করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় সারাদেশে চলছে সর্বাত্মক লকডাউন। এরই ধারাবাহিকতায় বগুড়ার আদমদীঘির সান্তাহারে শনিবার (১৭ এপ্রিল) চতুর্থ দিনের মত সর্বাত্মক লকডাউন পালিত হয়েছে। তবে কঠোর কড়াকড়ির মধ্যেও সীমিত পরিসরে মানুষ ও গাড়ি চলাচল করতে দেখা গেছে।

দেশজুড়ে বিভিন্নস্থানে অনেকেই স্বাস্থ্যবিধি সঠিকভাবে মানছেন না। বিনা কারণে বাইরে ঘোরাফেরা করছেন। বিভিন্ন অসচেতনতার কারণে নতুন করে করোনাভাইরাস সংক্রমিত হচ্ছেন। এতে মৃতের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে।

ফলে সংক্রমণের ঝুঁকি কমাতে সরকার দেশব্যাপি লকডাউন কর্মসূচির ঘোষণা দেয়। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, এই লকডাউনের সময় বাইরে যেতে হলে পুলিশের মুভমেন্ট পাশ লাগবে। তবে বিশেষ কয়েক পেশার মানুষের ক্ষেত্রে মুভমেন্ট পাশ লাগবে না।

লকডাউনের চতুর্থ দিনেও আদমদীঘি উপজেলা প্রশাসন ও সান্তাহার পুলিশ ফাঁড়ির ব্যাপক তৎপরতা লক্ষ্য গেছে। উপজেলার সান্তাহারের পৌর শহরের বিভিন্ন জায়গায় ঘুরে দেখা গেছে, প্রশাসন ব্যাপক তৎপর রয়েছেন। তবে দিনের শুরুতে কিছু সময় স্বাস্থ্যবিধি উপেক্ষা করে বিনা কারণে পুলিশের সামনেই অনেককে মোটরসাইকেলসহ হালকা যানবাহনে ঘোরাফেরা করতে দেখা গেছে। যদিও তাদের কারও কাছেই মুভমেন্ট পাস ছিল না।

সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম বলেন, সরকার সর্বদা জনগণের পাশে রয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সকলকে ঘরে অবস্থানের জন্য অনুরোধ জানাই। অযথা কেউ ঘরের বাহিরে বের হয়ে আইন অমান্য করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, আসুন আমরা বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় আরও বেশি সচেতন হই, স্বাস্থ্যবিধি মেনে চলি, বিনা কারণে ঘরের বাইরে না যাই এবং নিজে মাস্ক পরি ও অপরকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করি।

 

  • 96
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে