মান্দায় দুইটি ইটভাটায় জরিমানা

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২১; সময়: ৪:৫৬ অপরাহ্ণ |
মান্দায় দুইটি ইটভাটায় জরিমানা

নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় দুইটি ইটভাটাসহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্র না থাকাসহ সর্বাত্মক লকডাউনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে এসব জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও আব্দুল হালিম শনিবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন।

ইউএনও আব্দুল হালিম বলেন, লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্র ছাড়াই ইটভাটা পরিচালনার দায়ে উপজেলার বিজয়পুর এলাকায় নাসিমা ব্রিক্স এবং এএসডি ব্রিকসের ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন অমান্য করে দোকানপাট খোলা রাখার দায়ে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

ইউএনও আরও বলেন, দেশে করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমনের হার উর্ধ্বগতি রয়েছে। এ ভাইরাস প্রতিরোধে সকলকে স্বাস্থ্যবিধিসহ সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন মেনে চলার আহবান জানান।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে