শিবগঞ্জে ১২ ইউনিয়নে ৪০ দিনের কর্মসূচির কাজ শুরু

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২১; সময়: ৪:৫১ অপরাহ্ণ |
শিবগঞ্জে ১২ ইউনিয়নে ৪০ দিনের কর্মসূচির কাজ শুরু

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : ২০২০-২০২১ অর্থবছরের আওতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অতিদরিদ্রদের কর্মসংস্থানের জন্য ৪০ দিনের কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হয়েছে। শনিবার সকালে একযোগে উপজেলার ১২টি ইউনিয়নে এই কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হয়।

সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ৪০ দিনের কর্মসূচির উদ্বোধন করেন। বিনোদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জামিল উদ্দিন মাস্টার জানান, অতিদরিদ্রদের কর্মসংস্থানের জন্য ৪০ দিনের কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে বিনোদপুর ইউনিয়নে ২৫৬ জন শ্রমিক কাজ করছে। এদিকে পাঁকা ইউনিয়নে ৪০ দিনের কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের কাজের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন। ইউপি সদস্য কাইউম রেজা ও নজরুল ইসলামসহ অন্যান্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, শাহাবাজপুর, মোবারকপুর ও কানসাট ইউনিয়ন ছাড়া বাকি ১২টি ইউনিয়নে ৪০ দিনের কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করা হয়েছে। এতে মোট ২ হাজার ৯’ ২২ জন শ্রমিক কাজ করছে। তবে তিন ইউনিয়নে ৮শ’ ৬০ জন শ্রমিক বাদ পড়েছে। সঠিক সময়ে শ্রমিকদের তালিকা নেয়ায় ৪০ দিনের কর্মসূচির থেকে ওই তিন ইউনিয়ন বঞ্চিত হয়েছে। এদিকে ৪০ দিনের কর্মসূচির কাজ সঠিকভাবে বাস্তবায়নের লক্ষে মাঠ পর্যায়ে তদারকির কাজ অব্যহত রয়েছে বলে জানান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।

  • 362
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে