ফেনসিডিলসহ দুরুলকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২১; সময়: ৯:৩০ অপরাহ্ণ |
ফেনসিডিলসহ দুরুলকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের একটি অপারেশন দল শিবগঞ্জ উপজেলার লাভাঙ্গা গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৪৫ বোতল ফেনসিডিলসহ দুরুল নামে ১ জনকে আটক করা হয়েছে।

আটককৃত দুরুল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার লাভাঙ্গা গ্রামের মো. নাইমুল ইসলাম চিন্তর ছেলে মো. দুরুল ইসলাম (৩৯)।

জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি জানতে পারে অবৈধ মাদকদ্রব্য নিয়ে ১ ব্যক্তি নয়ালাভাঙ্গায় অবস্থান করছে। খবরটি পাবার পর দ্রুত ঐ এলাকায় ১৫ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে পরিদর্শক ইন্সপেক্টর মো. রায়হান আহমেদ খান এর নেতৃত্বে অভিযান চালানো হয়।

এ সময় এস আই আসাদুর রহমান, এস আই খন্দকার সুজাত আলী, সিপাই আল আমিন, সিপাই হাবিবা খাতুন, সোহেল রানা, জাহিদুল ইসলামসহ ডিএনসির সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে হাতেনাতে ফেনসিডিলসহ দুরুলকে আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামি মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আনিছুর রহমান খান ৪৫ বোতল ফেনসিডিলসহ ১ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। জেলায় মাদকের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে বলেও জানান, আনিছুর রহমান খান।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে