পত্নীতলায় করোনায় এক নারীর মৃত্যু

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২১; সময়: ৮:২৩ অপরাহ্ণ |
পত্নীতলায় করোনায় এক নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় করোনায় আক্রান্ত হয়ে শাহীনা আক্তার শেলী ( ৪৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি উপজেলার বামইল গ্রামের বাসিন্দা পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের স্ত্রী।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহীনা আক্তার শেলী দীর্ঘদিন যাবত ডায়াবেটিস, হার্টসহ বিভিন্ন রোগে ভূগছিলেন। ৫ এপ্রিল পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষার জন্য স্যাম্পল দেন। করোনা পজেটিভ রেজাল্ট আসে। এর তার অবস্থা খারাপ হওয়ায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। রামেক হাসপাতালে চিকিৎসারত অবস্থায় গতকাল রাত ১০টায় তিনি মৃত্যুবরণ করেন।

স্বজনরা জানান, শুক্রবার সকালে তার মরদেহ গ্রামের বাড়িতে আনা হয়। বাদ যোহর জানাজা ও দাফন সম্পন্ন করা হয়েছে।

পত্নীতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম খালিদ সাইফুল্লাহ শেলীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এছাড়াও তিনি সকলকে আরও সচেতন ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়েছেন।

উল্লেখ্য, এনিয়ে উপজেলায় করোনায় মৃতের সংখ্যা ২ জন ও আক্রান্ত ১২২ জনে দাঁড়ালো।

  • 149
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে