নাটোর আটঘরিয়াতে ভেজাল গুড় তৈরীর কারখানায় র‌্যাবের অভিযানে জরিমানা

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২১; সময়: ১১:৪১ অপরাহ্ণ |
নাটোর আটঘরিয়াতে ভেজাল গুড় তৈরীর কারখানায় র‌্যাবের অভিযানে জরিমানা
নিজস্ব প্রতিবেদক : RAB-5 এর অভিযানে ভ্রাম্যমান আদালতে ভেজাল গুড় তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ০১ জন গুড় ব্যবসায়ীকে জরিমানা প্রদান করা হয়েছে।
সিপিসি-২, নাটোর RAB ক্যাম্পের একটি বিশেষ অপারেশন দল কোম্পানী কমান্ডার এর নেতৃত্বে অদ্য ১৫ এপ্রিল ২০২১ তারিখ সকাল ১১:৩০ ঘটিকা হতে দুপুর ০১:৫০ ঘটিকা পর্যন্ত নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন আটঘরিয়া ওয়ালিয়া এলাকায় অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে, ভেজাল গুড় তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে, ভেজাল গুড়-২৫০ কেজি, ফিটকারী-০২ কেজি, চিনি-৩০০ কেজি, চুন-০৩ কেজি সহ আসামী মোঃ মোঃ আমজাদ হোসেন (৫২), পিতা- মোঃ নাসির উদ্দিন, সাং-আটঘরিয়া, থানা-বড়াইগ্রাম, জেলা-নাটোরকে আটক করে। উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট, বড়াইগ্রাম, নাটোর ভ্রাম্যমান আদালত পরিচালনা পূর্বক উক্ত আটককৃত ব্যক্তিকে ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা জরিমানা করেন।
  • 33
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে