কানসাট-রহনপুর সড়কের চৌডালায় ভ্যানচালককে পিটিয়ে ডাকাতির অভিযোগ

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২১; সময়: ১০:৪৪ অপরাহ্ণ |
কানসাট-রহনপুর সড়কের চৌডালায় ভ্যানচালককে পিটিয়ে ডাকাতির অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : ডাকাতদের হাত থেকে রেহাই পেলো না সাধারণ গরীব একজন ভ্যানচালক। ভ্যানচালককে বেধড়ক পিটিয়ে অজ্ঞান করে ভ্যান ও ভ্যানে থাকা মালামাল নিয়ে যায় ডাকাতরা।
ঘটনাটি ঘটে চাঁপাইনবাবগঞ্জ জেলার কানসাট টু রহনপুর সড়কে চৌডলার পুস্কুনি নামক স্থানে। এই স্থানে প্রায়শই ডাকাতির ঘটনা ঘটে।
গুরুতর আহত ও ডাকাতির শিকার ভ্যান চালক বকুলের বাড়ী রহনপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাগানপাড়া।
বকুলের বড়ভাই জানান, ১৪ এপ্রিল বুধবার রাতে ৮ টার দিকে কানসাট থেকে রহনপুর ফিরছিলো। চৌডলার পুস্কুনি নামক স্থানে তার উপর হামলা চালায় ডাকাত রা। এসময় তাকে বেধড়ক পিটিয়ে অজ্ঞান করে মৃত্যু ভেবে ভ্যান নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ  ওসি দিলীপ কুমার দাস বলেন, অভিযোগ হলে ব্যবস্থা নেয়া হবে।
স্থানীয় জনগণ জানান, প্রায় প্রতিনিয়ত এই জায়গায় ডাকাতির ঘটনা ঘটে, সন্ধ্যা হলেই এই রাস্তা ডাকাতদের অভয়ারণ্যে পরিনত হয়। এই রাস্তাটি গুরুত্বপূর্ণ হলেও পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় যাতায়াত করতে পারে না।
স্থানীয়রা এখানে একটি পুলিশের সন্ধ্যা থেকে নিয়মিত সার্বক্ষনিক টহল চান। এই স্থানে ডাকাতি হামলার কবলে পড়া ৯৯% ভুক্তভোগী কোন অভিযোগ করে কোন কিছু উদ্ধার করতে পারেনি। দিনদিন এই অঞ্চলে ডাকাতরা হয়ে উঠেছে ভয়ংকর। তাদের হাত থেকে ছাড় পায়না গরীব ধনী কেউ।
স্থানীয়দের দাবি, অবিলম্বে এই সড়কটিকে নিরাপদ করতে ডাকাত দলের সদস্যদের গ্রেফতার ও পুলিশের টহল বাড়িয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করবেন বলে জানিয়েছেন।
  • 167
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে