চাঁপাইনবাবগঞ্জে ১৩ জনের করোনা শনাক্ত, সরকারি নির্দেশনা মেনে চলার আহবান

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২১; সময়: ৯:৫৯ অপরাহ্ণ |
চাঁপাইনবাবগঞ্জে ১৩ জনের করোনা শনাক্ত, সরকারি নির্দেশনা মেনে চলার আহবান

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ১৩ জনের শরীরে কোভিড-১৯ করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন করে আক্রান্ত ১৩ জনের মধ্যে ৯ জন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ও ৪ জন শিবগঞ্জ উপজেলার বাসিন্দা। এদের মধ্যে ১২ জন পুরুষ ও ১ জন নারী রয়েছেন। জেলাজুড়ে বর্তমানে আক্রান্ত মোট ৫৯ জন রোগীর মধ্যে ৪৮ জনই সদর উপজেলার।

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, বুধবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাব থেকে আসা ৪১ টি নমূনার ১৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত পাওয়া গেছে। সিভিল সার্জন আরও জানান, করোনার শুরু থেকে এনিয়ে জেলায় মোট ৮৮৯ শনাক্ত হলেন।

এদের মধ্যে সুস্থ হয়েছেন ৮১৬ জন। মারা গেছেন ১৪ জন । জেলায় চিকিৎসাধীন রোগি এখন ৫৯ জন। সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছে, বর্তমানে চাঁপাইনবাবগঞ্জে করোনা শনাক্ত যে ৫৯ জন রোগী রয়েছেন তার মধ্যে ৪৮ জনই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার। বাকী ১১ জনের মধ্যে ১০ জন শিবগঞ্জ উপজেলার ও ১ জন নাচোল উপজেলার।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে