রাষ্ট্রবিরোধী কাজ ও নারী ব্যবসায় জড়িত ডালিমকে বিপুল পরিমাণ মাদকসহ আটক

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২১; সময়: ৯:৫৭ অপরাহ্ণ |
রাষ্ট্রবিরোধী কাজ ও নারী ব্যবসায় জড়িত ডালিমকে বিপুল পরিমাণ মাদকসহ আটক

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : ৫৯ বিজিবির অভিযানে চাঁপাইনবাবগঞ্জের নতুন ব্রীজ সেতাউর রহমান মার্কেট থেকে বিপুল পরিমান হেরোইন এবং ইয়াবাসহ ১ জনকে আটক করা হয়েছে।

১৫ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ২ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান বিজিবিএমএস এর নেতৃত্বে ৮ জন বিজিবি সদস্যদের সমন্বয়ের একটি দল সেতাউর রহমান মার্কেটে এ বিশেষ অভিযানটি চালায়।

মাদক চোরাকারবারী হচ্ছে, শিবগঞ্জ উপজেলার আজমতপুর হাজার বিঘা উত্তর চাঁদপুর গ্রামের মেসের আলীর ছেলে মো. শাহরিয়ার কামাল ডালিম (৪৮)। জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান টি চালায় ৫৯ বিজিবির দলটি। এ সময় ৪৫ লাখ ৬৮ হাজার ২০০ টাকা মূল্যের ২ কেজি ২২৮ গ্রাম হেরোইন ও ৩৭৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ডালিমকে হাতেনাতে আটক করা হয়।

এ ব্যাপারে ৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আমীর হোসেন মোল্লা পিএসসি মাদকসহ মাদকসহ ১ জন আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। এ ছাড়াও সীমান্তে সকল ধরণের চোরাচালানের বিরুদ্ধে বর্ডার গার্ড বাংলাদেশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান আমীর হোসেন মোল্লা।

বিজিবি জানায়, আসামী শাহরিয়ার কামাল ডালিম রাষ্ট্রবিরোধী কাজে জড়িত ও বিভিন্ন তথ্য আদান প্রদান করে। এ ছাড়াও সে নারী ব্যবসার সাথে জড়িত। আসামীর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে