বড়াইগ্রামে প্রণোদনার বীজ ও সার বিতরণ

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২১; সময়: ৬:১১ অপরাহ্ণ |
বড়াইগ্রামে প্রণোদনার বীজ ও সার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম : নাটোরের বড়াইগ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আউস ধানের প্রণোদনা হিসেবে নির্বাচিত ১ হাজার ৩০০ কৃষককে ৫ কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমপি সার প্রদান করা হয়।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ইউএনও জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার শারমিন সুলতানা।

আমন্ত্রীত অতিথিদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজীব হোসাইন, ফারজানা ইয়াসমিন প্রমূখ।

  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে