সিরাজগঞ্জে করোনা চিকিৎসায় ৫টি অক্সিজেন কনসেনট্রেটর হস্তান্তর

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২১; সময়: ৫:২২ অপরাহ্ণ |
সিরাজগঞ্জে করোনা চিকিৎসায় ৫টি অক্সিজেন কনসেনট্রেটর হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় ৫টি অক্সিজেন কনসেনট্রেটর হস্তান্তর করেছে নর্থ ওয়েংষ্ট পাওয়ার জেনারেশন কোম্পানী লিমিটেড।

বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের কাছে তা হস্তান্তর করেন নর্থ ওয়েংষ্ট পাওয়ার জেনারেশন কোম্পানী সিরাজগঞ্জ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. হারুন অর রশীদ।

এ সময় সিভিল সার্জন ডা. রামপদ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনীর হোসেন, সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদুল ইসলাম, সিরাজগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের তত্বাবধায়ক প্রকৌশলী শ্যামল কুমার দাশ, ব্যবস্থাপক প্রশাসন মাহমুদুল কবীর, নির্বাহী প্রকৌশলী মোমিনুল ইসলাম সহ বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জ বিদ্যুত কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. হারুন অর রশীদ বলেন, নর্থ ওয়েষ্ট পাওয়ার জেনারেশন কোম্পানী লিমিটেড মূমূর্ষ করোনা রোগীদের কথা চিন্তা করে ৫টি অক্সিজেন কনসেনট্রেটর হস্তান্তর করেছে। এগুলো প্রতি মিনিটে ১০ লিটার করে বিশুদ্ধ অক্সিজেন উৎপাদন ও সরবরাহ করতে পারে। যাতে যে কোন মূমূর্ষ রোগী বেঁচে যেতে পারে।

  • 24
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে