শিবগঞ্জে করোনা সংক্রমণ রোধে প্রশাসনের প্রচারণা

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২১; সময়: ৪:১৬ অপরাহ্ণ |
শিবগঞ্জে করোনা সংক্রমণ রোধে প্রশাসনের প্রচারণা

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : করোনা সংক্রমণ প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে জনসচেতনতা সৃষ্টির লক্ষে প্রচার অভিযান অব্যহত রয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রসুলপুর, শেখটোলা, শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ প্রচার অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব আল-রাব্বি। একই সঙ্গে মাস্ক ছাড়া বাইরে বের হওয়ায় তিনজনকে জরিমানা করা হয়।

ভবিষ্যতে মাস্ক ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ার জন্য পরামর্শ প্রদান করা হয়। এ সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এদিকে সরকারের ঘোষণা অনুযায়ী বন্ধ রয়েছে সমস্ত দোকানপাট ও মার্কেট। অন্যদিকে সীমিত আকারে যানবাহন চলাচল করলেও রাস্তাঘাট প্রায় ফাঁকা রয়েছে। সড়কে অল্প পরিমাণ অটোরিকশা, বাইসাইকেল, মোটরসাইকেল চলাচল করতে দেখা যাচ্ছে।

বন্ধ রয়েছে তাজ মার্কেট, নিউমার্কেট ও শরীফ মার্কেটসহ বিভিন্ন মার্কেট। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে গুরুত্বপূর্ন মোড় ও পাড়া মহাল্লায়।

  • 77
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে