নিয়ামতপুরে র‌্যাবের অভিযানে ৭৯৭ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার ২

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২১; সময়: ১০:৩৪ অপরাহ্ণ |
নিয়ামতপুরে র‌্যাবের অভিযানে ৭৯৭ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক : নওগাঁ নিয়ামতপুরে র‌্যাবের অভিযানে ৭৯৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই জন কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। বুধবার র‌্যাব সদর দপ্তার থেকে গনমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ১৪/০৪/২০২১ ইং তারিখ র‌্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নওগাঁ জেলার নিয়ামতপুর থানাধীন ৮নং ওয়ার্ড বাহাদুর ইউনিয়নের খড়িবাড়ী বাজার জনৈক মামন ষ্টোর এর সামনে ০২ জন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য সহ অবস্থান করিতেছে । উক্ত সংবাদের ভিত্তিতে উক্ত মাদক ব্যবসায়ীদের’কে হাতেনাতে গ্রেফতার করার লক্ষ্যে র‌্যাবের অপারেশন দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আনুমানিক ১৪.৩০ ঘটিকার দিকে অভিযান পরিচালনা করে ০২ জন শীর্ষ মাদক ব্যবসায় কে ৭৯৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ হাতে নাতে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ বেনজীর (২৬), পিতা-মোঃ ইসলাম উদ্দিন, মাতা-মৃত রেখা বেগম, সাং-উত্তর জগনাথপুর, ওয়ার্ড নং-০৬ দায়পুকুর, থানা-শিবগঞ্জ ও মোছাঃ সুলতানা বেগম (৪০), পিতা-মোঃ সুলতান আলী, মাতা-মোছাঃ খাদেজা বেগম, সাং-বিদিরপুর, ওয়ার্ড নং-০১, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, উভয় জেলা-চাঁপাইনবাবগঞ্জ’দ্বয়কে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।

এসময় তাদের নিকট হতে ৭৯৭ (সাতশত সাতানব্বই) পিচ ইয়াবা ট্যাবলেট, মোবাইল সেট-০২টি, সীমকার্ড-০২টি, মেমোরী কার্ড-০১টি, মোটরসাইকেল-০১টি এবং নগদ ৪,৬০০/- (চার হাজার ছয়শত) টাকা সহ উদ্ধার করা হয়। উক্ত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ ইয়াবা ট্যাবলেট সহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় নওগাঁ জেলার নিয়ামতপুর থানায় ০১টি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে