সুজানগরে ভ্রাম্যমাণ ভ্যানে দুধ-ডিম-মাংস বিক্রি শুরু

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২১; সময়: ১০:২৪ অপরাহ্ণ |
সুজানগরে ভ্রাম্যমাণ ভ্যানে দুধ-ডিম-মাংস বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক, সুজানগর : করোনার মহামারী পরিস্থিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে সুজানগরে ভ্রাম্যমাণ পিকআপ ভ্যানে ন্যায্যমূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রাণীসম্পদ বিভাগ।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির।

উপজেলা নির্বাহী অফিসার মো. রওশন আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।

এ সময় উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ জামাল উদ্দিন, প্রকৌশলী আবুল হাশেম, ভেটেরিনারি সার্জন ডাঃ আব্দুল লতিফ, উপজেলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) শাহজাহান আলী, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ জামাল উদ্দিন বলেন, এই কার্যক্রমে সুজানগর পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নের ক্রেতারা তাদের কাছাকাছি অবস্থানে থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে বাজারমূল্য অপেক্ষা কম দামে তাদের কাঙ্খি পণ্য সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি, উপজেলার খামারীবৃন্দ করোনা সংক্রমণ পরিস্থিতিতে খুব সহজেই তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করতে সক্ষম হবেন।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, বাংলাদেশ ডেইরী ফার্মার্স এসোসিয়েশন (বিডিএফএ) ও বাংলাদেশ পোল্ট্রি ফার্মার্র্স এসোসিয়েশন (বিপিএফএ) এর বাস্তবায়নে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের ব্যবস্থাপনায় এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) ও প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় এ কার্যক্রম শুরু হয়েছে।

  • 112
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে