সুজানগরে কৃষকের কাছ থেকে গম সংগ্রহের উদ্বোধন

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২১; সময়: ৯:৪৪ অপরাহ্ণ |
সুজানগরে কৃষকের কাছ থেকে গম সংগ্রহের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, সুজানগর : পাবনার সুজানগরে ৯৪১ মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কার্ডধারী কৃষকদের কাছ থেকে সরকারিভাবে চলতি মৌসুমে অভ্যন্তরীণ গম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা খাদ্য গুদামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির।

উপজেলা নির্বাহী অফিসার মো. রওশন আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।

এ সময় প্রকৌশলী আবুল হাশেম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পারভেজ আনোয়ার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহজাহান আলী, খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদ মোস্তফা (মিল্টন), সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন প্রমুখ।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পারভেজ আনোয়ার জানান, এ মৌসুমে উপজেলার কার্ডধারী কৃষকেরা প্রতি কেজি ২৮ টাকা দরে সরকারের কাছে গম বিক্রয় করতে পারবেন। আর প্রতিটি কৃষক সর্বনিম্ন ১২০ কেজি থেকে শুরু করে ৩ মেট্রিক টন পর্যন্ত গম বিক্রয় করতে পারবেন।

গম সংগ্রহের উদ্বোধন শেষে পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির গণমাধ্যমকে বলেন, এবারেও যেন এই উপজেলার প্রান্তিক পর্যায়ের প্রকৃত কৃষকের কাছ থেকে অত্যন্ত স্বচ্ছতার ভিত্তিতে গম সংগ্রহ করা হয়, সেই নির্দেশনা দেয়া হয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের। আর এই গম সংগ্রহে কারো বিরুদ্ধে কোন ধরণের অনিয়মের অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে