জাদুকাটার বালু মহাল ইজারা প্রদানের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২১; সময়: ৯:৩৭ অপরাহ্ণ |
জাদুকাটার বালু মহাল ইজারা প্রদানের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সুনামগঞ্জের তাহিরপুরের জাদুকাটা নদীর বালু মহাল ইজারা প্রদানের দাবিতে ব্যবসায়ী ও শ্রমিকরা মানববন্ধন করেছেন। মঙ্গলবার দুপুরে দেশের সর্ববৃহৎ বালু মহাল জাদুকাটা নদী তীরে কয়েক শতাধিক ব্যবসায়ী শ্রমিকদের অংশগ্রহনে এ মানবন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন চলাকালে এক সমাবেশে ব্যবসায়ী ও শ্রমিক নেতৃবৃন্দ তাদের বক্তব্য তুলে ধরে বলেন, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক, সেতু, শহর, নগর মহানগর, গ্রামীণ কিংবা ব্যক্তি পর্যায়ে বিভিন্ন স্থাপনা নির্মাণ কাজে চাহিদার একটি বড় অংশই জাদুকাটা নদী হতে উত্তোলিত বালু পূরণ করে যাচ্ছে।

তারা আরো বলেন, যুগ যুগ ধরে সুনামগঞ্জের তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা, বিশ^ম্ভরপুর, সদরসহ দেশের বিভিন্ন জেলার লক্ষাধিক ব্যবসায়ী, নৌ পরিবহন শ্রমিক, বারকী শ্রমিকগণ সনাতন পদ্ধতিতে প্রাকৃতিক বালুতে সমৃদ্ধ জাদুকাটা নদী হতে বালু উত্তোলন করে তাদের পরিবার নিয়ে জীবন-জীবিকা চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল নিজেদের ফায়দা হাসিলে সরকারকে প্রতিবছর প্রায় ১০ কোটি টাকার রাজস্ব বঞ্চিত করার হীন চক্রান্তে উচ্চ আদালতে মামলা দায়ের করে প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ জাদুকাটা নদীর ফাজিলপুরসহ বালু মহাল ইজারা কার্যক্রম বন্ধ করে রেখেছেন।

বিগত এক বছর ধরে ইজারা কার্যক্রম বন্ধ থাকায় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পরিবেশ অধিপ্তরের বাঁধার মুখে জাদুকাটা নদী হতে বালু উত্তোলন দেশব্যাপী বালু পরিবহন কাজ বন্ধ থাকে। যে কারনে জাদুকাটা নদীর বালু উত্তোলন,পরিবহন কাজে কর্মহীন হয়ে থাকা শ্রমিক ব্যবসায়ী, ঠিকাদার সহ লক্ষাধিক মানুষজন পরিবার পরিজনের ভরণ-পোষণ এমনকি তাদের সন্তানদের লেখাপড়া চালিয়ে যেতে অক্ষম হয়ে এখন অনেকটাই মানবেতন জীবন যাপন করছেন।

জাদুকাটা নদী বালু ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনের সভাপতি আব্দুস সাহিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক হাকিকুল ইসলাম, বালু ব্যবসায়ী হাজি রহিম উদ্দিন, কামাল হোসেন, তোফায়েল আহমদ রয়েল, উওম মিয়া, ইকরাম হোসেন, বিল্লাল হোসেন, আব্দুল মোতালিব, জাহাঙ্গীর আলম, গোলাম রাব্বানী, জয় মামুন, খাইরুল ইসলাম, ইকবাল হোসেন, বালু উক্তোলনকারী বারকী শ্রমিক সর্দার মজিবুর রহমান, মাসুক মিয়া, সোহেল মিয়া, দ্বীন ইসলাম, কিরন রায়, মোস্তাক আহমদ, ইসমাইল হোসেন, জয়নাল আবেদীন, শাহজাহান মিয়া প্রমুখ।

  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে