সাপাহারে মসজিদে সুরক্ষা সামগ্রী ও ২টি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার বিতরণ

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২১; সময়: ৯:১২ অপরাহ্ণ |
সাপাহারে মসজিদে সুরক্ষা সামগ্রী ও ২টি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, সাপাহার : নওগাঁর সাপাহার উপজেলা সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে করোনা সংক্রমণ রোধে সদর ইউনিয়ন পরিষদের আওতাধীন সকল মসজিদে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সরকারি বরাদ্দকৃত ২৫ বছরের গ্যারান্টিযুক্ত ১ টি এনার্জি সেভিং বাল্ব বিতরণ করা হয়েছে।

স্থানীয় সাংসদ ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের দিক নির্দেশনায় এদিন সকাল ৮টায় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকবর আলী’র নেতৃত্বে ইউনিয়নের সকল মসজিদে গিয়ে এ করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

একই সাথে মঙ্গলবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় ইউনিয়ন পরিষদ সভা কক্ষে শিক্ষার মান উন্নয়নে সদরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ে একটি করে কম্পিউটার সেট প্রদান করা হয়।

এ সময় ইউপি সচিব মহিদুল হক লিপু, সকল ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • 16
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে