সাপাহারে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের উদ্বোধন

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২১; সময়: ৯:১৮ অপরাহ্ণ |
সাপাহারে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, সাপাহার : নওগাঁর সাপাহারে ভার্চুয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সাংসদ ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ভার্চুয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করা হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মুহা. রুহুল আমিন। এ সময় ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চেীধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ারসহ সকল চিকিৎসক ও নার্স উপস্থিত ছিলেন।

সেন্ট্রাল অক্সিজেন কার্যক্রমের মাধ্যমে একই সঙ্গে ৩৬ জন সঙ্কটাপন্ন রোগীকে অক্সিজেন সরবরাহ করা যাবে। বর্তমানে একই সঙ্গে ১৬ জন রোগীকে অক্সিজেন প্রদান করা যাবে বলে জানান উপজেলায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মুহা. রুহুল আমিন।

  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে