চাঁপাইনবাবগঞ্জে আন্ডারগ্রাউন্ড পাইপ ফেটে দূষিত পানিতে পরিবেশ দূষণ

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২১; সময়: ৯:০৪ অপরাহ্ণ |
চাঁপাইনবাবগঞ্জে আন্ডারগ্রাউন্ড পাইপ ফেটে দূষিত পানিতে পরিবেশ দূষণ

নিজস্ব প্রতিবেদনক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের বেলেপুকুর কালভার্ট সংলগ্ন ও গেটলক কাউন্টারের সামনে আন্ডার গ্রাউন্ড ড্রেনের পাইপ ফেটে পুকুরসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ ও রোগজীবাণু। ফলে প্রতিনিয়ত মারাত্মকভাবে ওই এলাকার পরিবেশ দূষিত হচ্ছে ।

মঙ্গলবার দুপুরে সরজমিনে পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম ঐ এলাকা পরিদর্শন করেছেন। অতিদ্রুত ফেটে যাওয়া লিকেজ বন্ধ করে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ সদস্য ও সমাজসেবক আব্দুল হাকিম, স্বরূপনগর শাহীবাগ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মো. মসিউল করিম বাবু, সাবেক ৩ নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম রবি, মো. সাহজাহানসহ অন্যরা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে