সাপাহার ইউপির উদ্যোগে বাড়ি বাড়ি মাস্ক বিতরণ

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২১; সময়: ৯:৪১ অপরাহ্ণ |
সাপাহার ইউপির উদ্যোগে বাড়ি বাড়ি মাস্ক বিতরণ

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর সাপাহার উপজেলার সদর ইউনিয়নে করোনা সুরক্ষায় শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিতে বাড়ি বাড়ি মাস্ক বিতরণ করা হয়েছে। সোমবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় উপজেলা সদরের জয়পুরে মাস্ক বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করের ইউপি চেয়ারম্যান আকবর আলী।

মাস্ক বিতরণ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী, উপজেলা আ.লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, যুবলীগ সভাপতি নইমদ্দিন, ছাত্রলীগ আহবায়ক রাসেল রানা, ইউপি সচিব মহিদুল হক, ইউপি সদস্য-সদস্যা, আ’লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ইউপি চেয়ারম্যান আকবর আলী বলেন, স্থানীয় সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপির দিক নির্দেশনা অনুযায়ী করোনার দ্বিতীয় ধাপে ইউনিয়ন পর্যায়ে সংক্রমণ বিস্তার রোধে ইউপি সদস্য, উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সহযোগীতায় শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিত করতে সাপাহার সদর ইউনিয়নের উদ্যোগে ৯ টি ওয়ার্ডে ৩৫ হাজার মাস্ক বিতরণ কর্মসূচী হাতে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, মাস্ক কর্মসূচীর অংশ হিসেবে আজ সকাল ৬ টা থেকে ইউনিয়নের তাজপুর, নুরপুর, ফুরকুটিডাঙ্গা, বৈদ্যপুর, বিদ্যানন্দী ও পিছলডাঙ্গায় বাড়ি বাড়ি গিয়ে মাস্ক বিতরণ করা হয়। এছাড়া ইউনিয়নে একযোগে ৯ টি ওয়ার্ডে ইউপি সদস্যসহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম কমিটির নেতা-কর্মীদের সহযোগীতায় বাড়ি বাড়ি মাস্ক বিতরণ করা হয়।

  • 35
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে