চাঁপাইনবাবগঞ্জে বেশি ফি নেয়ায় রোজ মেডিকেল সেন্টারকে জরিমানা

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২১; সময়: ৯:০৪ অপরাহ্ণ |
চাঁপাইনবাবগঞ্জে বেশি ফি নেয়ায় রোজ মেডিকেল সেন্টারকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের ১৫ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত সদর মডেল থানার পাশে অবস্থিত রোজ মেডিকেল সেন্টারকে ৮ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক জহিরুল ইসলাম কাজল।

তিনি জানান, রোগ নির্ণয় পরীক্ষার ফি মূল্য তালিকা থেকে বেশি নেয়ায় রোজ মেডিকেল সেন্টারকে জরিমানা করা হয়। অভিযোগটি করেন, চাঁপাইনবাবগঞ্জের উপর রাজারামপুরের ফাতেমা বেগম ও নজরুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম।

এ রায়ে তিনি জাতীয় ভোক্তা অধিকারের সহকারী পরিচালক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জহিরুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মো. জহিরুল ইসলাম কাজল জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ে ১ জন ভোক্তা গত ৬ এপ্রিল একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি বলেন, রোজ মেডিকেল সেন্টার থেকে কিছু টেস্ট করানো হয় কিন্তু সেবার মূল্য তালিকা থেকে অতিরিক্ত মূল্য আদায় করা হয়েছে বলে সন্দেহ হয়।

তিনি আরও জানান, অভিযোগ দায়েরের পর যথা নিয়মে ভোক্তা অধিকার এ অভিযোগের প্রেক্ষিতে ১২ এপ্রিল শুনানি করে। এ শুনানিতে রোজ মেডিকেলের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মেলে। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৪০ অনুযায়ী ধার্যকৃত মূল্য থেকে অতিরিক্ত মূল্য নেয়ার অপরাধে প্রতিষ্ঠানটিকে ৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়াও নিয়ম অনুযায়ী তাতক্ষণিক অভিযোগকারী ভোক্তাকে জরিমানার ২৫ শতাংশ প্রদান করা হয়।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে