বড়াইগ্রামে ভ্রাম্যমান দুধ, ডিম, মাংস বিক্রি

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২১; সময়: ৭:৫৭ অপরাহ্ণ |
বড়াইগ্রামে ভ্রাম্যমান দুধ, ডিম, মাংস বিক্রি

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম : করোনা সংক্রমণ পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিত করতে নাটোরের বড়াইগ্রামে ভ্রাম্যমাণ পিকআপ ভ্যানে ন্যায্যমূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম শুরু করেছে প্রাণিসম্পদ বিভাগ।

সোমবার সকালে উপহেলা পরিষদ চত্বরে কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও জাহাঙ্গীর আলম। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ উজ্জ্বল কুমার কুন্ডু, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, এএইচএম কামাল, উপজেলা ডেইরী ফার্ম এ্যাসিয়েশনের সভাপতি মনিরুজ্জামান সোনার প্রমূখ।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ উজ্জ্বল কুমার কুন্ডু বলেন, এই কার্যক্রমে ক্রেতারা তাদের কাছাকাছি অবস্থানে থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে বাজারমূল্য অপেক্ষা কম দামে তাদের কাংক্ষিত পণ্য সংগ্রহ করতে পারবেন।

  • 18
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে