ধামইরহাটে ৪ বিঘা জমিতে রাসায়নিক স্প্রে করে ধান বিনষ্ট করল প্রতিপক্ষ

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২১; সময়: ২:১০ অপরাহ্ণ |
ধামইরহাটে ৪ বিঘা জমিতে রাসায়নিক স্প্রে করে ধান বিনষ্ট করল প্রতিপক্ষ

নিজস্ব প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে প্রতিপক্ষ কর্তৃক প্রায় ৪ বিঘা জমির ধান রাসায়নিক স্প্রে করে বিনষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী জমির মালিকের প্রায় লাখ টাকার ক্ষতি হয়েছে উল্লেখ করে ধামইরহাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার শালুককুড়ি গ্রামের মৃত আ. জব্বারের ছেলে সাইদুল ইসলাম শিববাটি মৌজায় আর এস ১০৩ নম্বর খতিয়ানভুক্ত ১ নম্বর দাগে ১ একর ১৭ শতক জমি ফার্শিপাড়া গ্রামের আ. ওয়াহেদের নিকট বর্গা নিয়ে চাষাবাদ করে আসছে।

পূর্ব শত্রুতার জেরে গত ৬ এপ্রিল রাত সাড়ে ১২ টায় গাংরা গ্রামের মজিবর রহমানের ছেলে আকবর ও সিদ্দিকের ছেলে মাফু জমিতে বিষ দিয়ে সমস্ত ধান বিনষ্ট করার অভিযোগ করেন বর্গাদার সাইদুল এবং ওই রাতেই জমি হতে স্প্রে মেশিন সহ তাদের যাইতে দেখেছেন বর্গাচাষী। এ সময় তাদের সাথে বাক বিতন্ডাও হয়।

পরদিন সকালে জমি সম্পূর্ণ ধান বিবর্ণ দেখতে পেয়ে হতাশায় পড়েন বর্গাচাষী। তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আকবর বলেন,‘ জমির মুল মালিক ওয়াহেদ ফুফাতো ভাই হয়, সেই জমি তাদেরই, তাই বিষ তারা (আকবর) দিতেই পারেন না বলে দাবী করেন।’

এ বিষয়ে ধামইরহাট থানার উপ-পুলিশ পরিদর্শক ছোলেমান আলী জানান, ধানে বিষ দেয়ার বিষয়টি সঠিক তবে মুল অভিযুক্ত কে সেটা বাদী কাউকে শনাক্ত করতে পারেননি, মাফু ও আকবরকে ঘটনার সাথে জড়িত বলে বাদী তাদের সন্দেহ করছেন মর্মে আমাকে জানিয়েছেন।’

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে