নওগাঁয় স্বাস্থ্যবিধির বালাই নেই, নতুন আক্রান্ত ৩৪

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২১; সময়: ১:৫২ অপরাহ্ণ |
নওগাঁয় স্বাস্থ্যবিধির বালাই নেই, নতুন আক্রান্ত ৩৪

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় অনেকে স্বাস্থবিধি না মেনে শহরের বিভিন্ন রাস্তায় চলাচল করছেন। অনেকের মুখে নেই মাস্ক। ছোট গন পরিবহণ গুলোতে গাদাগাদি করে চলাচল করছে মানুষ।

এছাড়া শহরের বাজারগুলোতে অনেকেই স্বাস্থ্য বিধি ছাড়াই চলাচল করছে।। এমনকি পরিবহণের চালকরাও ব্যবহার করছেন না মাস্ক মানছেন না স্বাস্থ্যবিধি। আর শহরের মার্কেট গুলো খোলা থাকায় সেখানে ক্রেতাদের উপছে পড়া ভিড় ।

এদিকে গেল ২৪ ঘন্টায় জেলায় ৯৭ টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন জেলা স্বাস্থ্যবিভাগ।

নওগাঁ জেলা ডেপুটি সিভিল সার্জন ডাঃ মঞ্জুর এ মোর্শেদ জানান, গেলও ৮ এপ্রিল নওগাঁ সদর উপজেলার মাস্টারপাড়া এলাকার একজন এবং ৩ এপ্রিল জেলার পোরশা উপজেলার একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করছেন। এই নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৯ জনের মৃত্যু হয়েছে।

তিনি জানান, ইতিমধ্যে জেলায় দ্বিত্বীয় ডোজ টিকা প্রদানের কার্যক্রম শুরু হয়েছে। করোনা ভাইরাস মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প কিছু নাই। তাই সকলকে স্বাস্থ্য বিধি মেনে নিজ নিজ ঘরে থাকার পরামর্শ দেন জেলা স্বাস্থ্যবিভাগের এই কর্মকর্তা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে