সাত মাস পর চাঁপাইনবাবগঞ্জে স্বস্তির বৃষ্টি

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২১; সময়: ১১:৪২ অপরাহ্ণ |
সাত মাস পর চাঁপাইনবাবগঞ্জে স্বস্তির বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের প্রায় ৭ মাস পর বৃষ্টি হয়েছে। কোন স্থানে কম আর কোন স্থানে বেশি বৃষ্টি হয়েছে। এ বৃষ্টির অপেক্ষায় ছিলেন জেলার আম চাষিরা।

খোঁজ নিয়ে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ সদরের কিছু এলাকা, শিবগঞ্জের কিছু এলাকায় বৃষ্টি হতে দেখা যায়। রোববার রাত সাড়ে ৯টার দিকে ৮ মি ধরে এ বৃষ্টিপাত হয়। তবে আরও বেশি বৃষ্টিপাত আশা করছে আম চাষীরা।

এমনিতে রোববার বেলা বাড়ার সাথে সাথে প্রখর রোদের কারণে গরম আবহাওয়া বইছিলো। এতে পথচারীরা অনেকটা বিব্রতভাব প্রকাশ করে। শহরের বিশ্বরোডে এক রিক্সাচালক তোজাম্মেল হক জানান, আজকে গত দিনের চাইতে রোদের তাপ বেশি। একটু পর পর তৃষ্ণা লাগছে। আর গমরে অস্বস্তি ভাব মনে হচ্ছে।

জানা যায়, রোববার চাঁপাইনবাবগঞ্জের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ২৩ ডিগ্রি সেলসিয়াস আর তাপমাত্রা ছিলো ৪০ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি হওয়ার পর তাপমাত্রা ছিলো ২৯ ডিগ্রি সেলসিয়াস।

সদর উপজেলার আম চাষি মারুফ। তিনি জানান, সন্ধ্যা নামার পর পর গরম লাগছিলো। এতে ভাবলাম বৃষ্টি হতে পারে। কিছুক্ষণ পর শিতল হাওয়া বইছিলো। এ বৃষ্টি হওয়ার অনেকটা শান্তি পেয়েছি। আম বাগানের মাটিতে বৃষ্টির সেভাবে না পড়লেও আমের গুটির গোড়ায় ছোঁয়া পেয়েছে।

শিবগঞ্জের আম চাষি আমির হোসেন জানান, সন্ধ্যার দিকে শিবগঞ্জে মেঘলা আকাশ দেখা দিলো। তারপর পরই শিতল হাওয়া বইছিলো। সে ভাবে বৃষ্টি না হলেও তবে কিছুটা স্বস্তি পেয়েছি।

রাত সোয়া ১১ টার সময় সংবাদটি লেখার সময় শিতল হাওয়া বইছিলো। আর আকাশে মেঘের গর্জন ছিলো। মনে হচ্ছে বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। তপ্ত গরমে শিতল হতে এবং আম চাষীদের মুখে হাসি ফুটতে বৃষ্টিই এখন কাম্য।

  • 662
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে