বিএসএফের গুলিতে আহত ভারতীয় যুবককে হস্তান্তর

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২১; সময়: ৯:২০ অপরাহ্ণ |
বিএসএফের গুলিতে আহত ভারতীয় যুবককে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক, ফুলবাড়ী : কুড়িগ্রামের ফুলবাড়ীর অনন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আহত হয়ে বাংলাদেশে চিকিৎসা নেয়া মিলন মিয়া (২৫) নামের এক ভারতীয় যুবককে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার সন্ধ্যায় ফুলবাড়ীর অনন্তপুর সীমান্তে ৯৪৬ এর ৩ এস পিলারের পাশে আহত ওই ভারতীয় যুবককে বিএসএফের কাছে হতান্তর করা হয়। গত শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ বাঁচাতে বাংলাদেশে আত্মগোপন করে চিকিৎসা নেন ওই যুবক।

ওই যুবককে হস্তান্তরকালে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন, কাশিপুর কোম্পানি কমান্ডার সুবেদার ইকবাল হোসেন, অনন্তপুর ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মমতাজ উদ্দিন, ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার, নাগেশ্বরী থানার ওসি রওশন কবির। এছাড়া ভারতীয় ১৯২ ব্যাটেলিয়ানের এসি নিতিশ কুমারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে