সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানিকারকের মতবিনিময়

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২১; সময়: ৯:০৭ অপরাহ্ণ |
সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানিকারকের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের জিরো পয়েন্টে দুই দেশের আমদানি-রপ্তানিকারক গ্রুপের বিভিন্ন বাণিজ্যিক সমস্যা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে মহদিপুর স্থলবন্দর এক্সপোর্টার এ্যাসোসিয়েশন ও সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের নেতৃবৃন্দরা সভায় অংশগ্রহণ করেন।

সভায় মহদিপুর স্থলবন্দর এক্সপোর্টার এ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুর হক, সাধারণ সম্পাদক প্রসঞ্জিত ঘোষ, যুগ্ম সম্পাদক সঞ্জিব ঘোষ, কার্যনির্বাহী সদস্য মাসুদুন নবী মাসুদ, যুগ্ম সম্পাদক কামাল আহমেদুজ্জোহা, কার্যনির্বাহী সদস্য দিলীপ কুমার মন্ডল, ফিরোজ আহমেদ, রফিকুল ইসলাম ও মহদিপুর সিএন্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ভূপতি মন্ডল উপস্থিত ছিলেন।

অপরদিকে সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আতাউর রহমান রাজু, সহ সাধারণ সম্পাদক যুবরাজ আলম মানিক, কোষাধ্যক্ষ আলহাজ¦ মুামুনুর রশিদ, দপ্তর সম্পাদক নূর আমিন, উপদেষ্টা একরামুল হক, আলমগীর মমিন, হাইয়ুল হক, খাইরুল ইসলাম ও সাহাবুদ্দিন।

সভায় উভয় দেশের পণ্য আমদানি-রপ্তানির ক্ষেত্রে বিভিন্ন ধরণের সমস্যা নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করা হয়। এছাড়াও স্ব-স্ব দেশের আমদানি-রপ্তানির গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে গুরুত্বারোপ করা হয়।

এদিকে করোনা সংক্রমণ উপেক্ষা করেও দু’দেশের আমদানি-রপ্তানিকারক গ্রুপের নেতৃবৃন্দ আলোচনায় বসেন। এতে তীব্র ক্ষোভ প্রকাশ করে সমালোচনা করেছেন স্থানীয় সচেতন মহল। মতবিনিময় সভার কারণে প্রায় দেড় ঘণ্টা আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।

  • 284
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে