নিয়ামতপুরে চেয়ারম্যান প্রার্থীর মাস্ক বিতরণ

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২১; সময়: ২:৩৫ অপরাহ্ণ |
নিয়ামতপুরে চেয়ারম্যান প্রার্থীর মাস্ক বিতরণ

নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর : করোনাকালীন সময়ে সকলের স্বাস্থ্য সচেতন রাখতে নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান প্রার্থী শরিফুল ইসলামের উদ্যোগে ৫ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ও শুক্রবার বিকেল ৪ টার দিকে উপজেলার ভাবিচা ইউনিয়নের গাবতরী হাট এবং নাকইল (বোর্ড ঘর বাজার) হাটসহ ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডের লোকজনদের মাঝে ৫ হাজার মাস্ক বিতরণ করা হয়। শরিফুল ইসলাম আসন্ন ভাবিচা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী।

ইতিমধ্যে ভাবিচা ইউনিয়নে নিজ অর্থায়নে রাস্তা নির্মাণ, গরীব অসহায়দের মাঝে খাবার বিতরণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে তিনি ব্যাপক প্রচার প্রচারণা করে দেলীয় ফোরামেও উঠে এসেছে তাঁর নাম।

মাস্ক বিতরণকালে তিনি বলেন, করোনা প্রতিরোধে আমাদের সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক ব্যবহার করতে হবে।

তিনি আরও বলেন, ভাবিচা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে পরিনত করতে চাই। চেয়ারম্যান হতে চাই না, জনগণের সেবক হতে চাই।

শরিফুল ইসলাম বলেন, বর্তমানে করোনা ভাইরাসের মহামারীর জন্য সরকার সবাইকে মাস্ক পরার নির্দেশ দিয়েছে। জনসমাগম সীমিত আকারে করতে বলেছে। এসময় উপস্থিত ছিলেন ভাবিচা ইউনিয়ন পরিষদ সদস্য জামসেদ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  • 286
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে