কুস্তি ও বক্সিংয়ে স্বর্ণ জিতলেন চাঁপাইনবাবগঞ্জের অন্তরা ও কায়মা

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২১; সময়: ৬:৫৭ অপরাহ্ণ |
কুস্তি ও বক্সিংয়ে স্বর্ণ জিতলেন চাঁপাইনবাবগঞ্জের অন্তরা ও কায়মা

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের মেয়ে অন্তরা ও কায়মা সারা বিশ্ব দরবারে বাংলাদেশ তথা চাঁপাইনবাবগঞ্জ জেলাকে গর্বিত করেছেন। বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে অংশ নিয়ে কুস্তি ও বক্সিংয়ে স্বর্ণ জিতেছেন তারা। বৃহস্পতিবার (৮ এপ্রিল) বাংলাদেশ গেমস শেষ হয়েছে।

প্রথমবারের মত চাঁপাইনবাবগঞ্জ জেলাকে বক্সিংয়ে স্বর্ণপদক এনে দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৫ নং ওয়ার্ডের মসজিদপাড়ার মেয়ে মোসা. কায়েমা খাতুন। আর কুস্তি প্রতিযোগিতায় ৫০ কেজি ওজন শ্রেণিতে অংশ নিয়ে স্বর্ণ পদক অর্জন করেছেন শারমিন আক্তার অন্তরা। তার বাড়ি পৌর এলাকার ২নং ওয়ার্ডের পাঠানপাড়ায়।

অন্তরা ও কায়মা বলেন, আপনারা সকলে আমার এবং আমাদের পরিবারের জন্য দোয়া করবেন, যাতে ভবিষ্যতে দেশ ও জেলার নাম উজ্জ্বল করতে পারি। অন্তরা ও কায়মা আগামীতে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার হয়ে আরও অনেক সাফল্য বয়ে আনুক এমনটাই প্রত্যাশা জনসাধারণের।

তাদের এ অর্জনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১,২ ও ৩ আসনের মহিলা কাউন্সিল প্রার্থী ও তরুণ নারী উদ্যোক্তা নাজিন ফাতেমা জিনিয়াসহ বিশিষ্টজনরা।

এদিকে, নতুন করে অলিম্পিক অ্যাসোসিয়েশনের রেকর্ড বুকে নাম উঠেছে চাঁপাইনবাবগঞ্জে বক্সিং একাডেমির। এজন্য জেলার সকল মানুষকে অভিনন্দন জানিয়েছেন জেলা বক্সিং একাডেমির সাধারণ সম্পাদক রাজু আহমেদ।

উল্লেখ্য, ক্রীড়া ও শরীর চর্চায় এগিয়ে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জের তরুণরা। এর ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জের পুরাতন স্টেডিয়াম ও নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে চর্চা করছেন শত শত  শিক্ষার্থী। তারা জুডো, কারাতে, বক্সিং চর্চার মধ্য দিয়ে শরিরকে ফিট রাখছেন।

 

  • 116
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে