নওগাঁয় লকডাউনে চলছে পুলিশের কার্যক্রম
প্রকাশিত: এপ্রিল ৬, ২০২১; সময়: ৩:৩১ pm |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : লকডাউন কার্যকর করতে নওগাঁয় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থান মূহ ও প্রবেশ দ্বারগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে। বেলা ১১ টার দিকে শহরের পুরাতন বাসস্টান্ড থেকে সচেতনতা মূলক কার্যক্রম শুরু করে জেলা পুলিশ।
এতে নেতৃত্ব দেন পুলিশ সুপার প্রকৌশলী মো: আবদুল মান্নান মিয়া বিপিএম। তিনি শহরের কাঁচা বাজার, আটাপট্টি, গোস্তহাটীর মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় কার্যক্রম পরিচালনা করেন। এ সময় সাধারণ মানুষকে মাস্ক উপহার ওস্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন পুলিশ সুপার।
কার্যক্রমে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আকতার, কেএমএ মামুন খান চিশতী, ডিবির ইন্সপেক্টর কে এম সামসুদ্দিন, সদর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল ও অন্যান্যকর্মকর্তাগণ অংশ নিয়েছিলেন।
26