সিরাজগঞ্জে ট্রাক চাপায় গৃহবধূর মৃত্যু
প্রকাশিত: মার্চ ৩১, ২০২১; সময়: ২:০৬ pm |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের নলকা সেতুর উপর ট্রাক চাপায় এক গৃহবধুর মৃত্যু হয়েছে। নিহত মোছাঃ সোহাগী খাতুন (৪০) সলঙ্গা থানার ভরমোহনী গ্রামের আব্দুস সোবাহানের স্ত্রী। এ ঘটনায় ঘাতক ট্রাক চালক দিনাজপুরের আবুল কালামকে আটক করেছে পুলিশ।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান আলী জানান, বুধবার সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে সিমেন্ট বোঝাই ট্রাক উত্তরবঙ্গে যাবার পথে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা সেতুর উপর পৌছে সলঙ্গা গামী একটি ভ্যানকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই আরাহী সোহাগী খাতুন (৪০) মারা যায়। খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার ও ঘাতক ট্রাক সহ চালক আবুল কালামকে আটক করে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
9