রাণীনগর উপজেলা পরিষদ ক্যান্টিনের উদ্বোধন
প্রকাশিত: মার্চ ২৫, ২০২১; সময়: ৪:২৯ pm |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগর উপজেলা পরিষদ ক্যান্টিন এন্ড মিজান কফি হাউজের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে ক্যান্টিনের উদ্বোধন করেন স্থানীয় এমপি আলহাজ আনোয়ার হোসেন হেলাল।
রাণীনগর উপজেলা পরিষদ ক্যান্টিন এন্ড মিজান কফি হাউজের প্রোপাইটর মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জয় প্রমুখ।
4