নন্দীগ্রামে যুবলীগ নেতার বাড়িতে অগ্নিকান্ড

প্রকাশিত: মার্চ ২৩, ২০২১; সময়: ৯:৫২ অপরাহ্ণ |
নন্দীগ্রামে যুবলীগ নেতার বাড়িতে অগ্নিকান্ড

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে এক যুবলীগ নেতার বসতবাড়ির ১০টি ঘর অগ্নিকান্ডে ভস্মিভূত হয়েছে। জানা গেছে, সোমবার ২২ মার্চ দিবাগত রাত আনুমানিক ১১ টায় উপজেলার বুড়ইল ইউনিয়নের চাপিলাপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে জোবায়ের আহম্মেদ ও আব্দুল জোব্বারের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।

ভয়াবহ অগ্নিকান্ডে ঘরবাড়ি, আসবাবপত্র, নগদ টাকাসহ ২৫ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে যুবলীগ নেতা জোবায়ের আহম্মেদ দাবি করেন। এ অগ্নিকান্ড ঘটনার পূর্বে তাদের বাড়ির দরজার ছিটকানি বাহির হতে লাগিয়ে দেয়া হয়েছিলো। স্থানীয় লোকজন এসে দরজা খুলে তাদের উদ্ধারসহ আগুন নেভানো চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন, অগ্নিকান্ডের ঘটনাস্থল থানা পুলিশ পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ক্ষতিগ্রস্ত যুবলীগ নেতা জোবায়ের আহম্মেদ বলেন, কেবা কাহারা শত্রুতামূলকভাবে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে। এবার আমি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) প্রার্থী। এইসব কারণে প্রতিপক্ষরা বাড়িতে পেট্টল ঢেলে আগুন দিয়ে আমিসহ আমার পরিবারকে হত্যার চেষ্টা করে।

স্থানীয়রা জানিয়েছে, এটা শত্রুতামূলক অগ্নিকান্ডের ঘটনা। এই গ্রামে এরপূর্বে অনেকবার অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তাদের কোনো শাস্তি হয়নি। একটি চক্র মাঝে মধ্যেই অগ্নিকান্ডের ঘটনা ঘটায়।

  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে