মান্দায় আগুনে পুড়ল বসতবাড়ি
নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় গোয়ালঘরে দেয়া কয়েল থেকে সৃষ্ট আগুনে পুড়ে গেছে আরেকটি বসতবাড়ি। পুড়ে মারা গেছে ১২টি ছাগলসহ হাঁস-মুরগি। রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মৈনম ইউনিয়নের দক্ষিণ মৈনম গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন মৈনম ইউনিয়নের চেয়ারম্যান ইয়াচিন আলী রাজা।
আগুনে ওই পরিবারের ৩ সদস্য দগ্ধ হয়েছেন। এরা হলেন, বাবুল হোসেন মোল্লা (৬০), স্ত্রী খোদেজা বিবি (৫৫) ও বোন গোলেজান বিবি (৬৫)। আগুনে বাবুল হোসেনের ভাই নাসির হোসেনের বাড়িরও একাংশ পুড়ে যায়। এনিয়ে এক সপ্তাহে অগ্নিকান্ডের তিনটি ঘটনায় বিপুল পরিমাণ সম্পদের ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।
ক্ষতিগ্রস্থ গৃহকর্তা বাবুল হোসেন মোল্লা জানান, রোববার রাতে খাবার শেষে গোয়ালঘরে কয়েল জ্বালিয়ে দিয়ে তারা ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ১১টার দিকে তার স্ত্রী খোদেজা বিবি আগুন লাগার বিষয়টি টের পান। এসময় তাদের চিৎকারে লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে।
সংবাদ পেয়ে মান্দা ফায়ার সার্ভিস ষ্টেশনের একটি দল ঘটনাস্থল পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। তিনি আরও বলেন, আগুনে পুড়ে মারা গেছে ১২টি ছাগলসহ বেশকিছু হাঁস-মুরগি। এছাড়া ধান-চালসহ বসতবাড়ির সমুদয় মালামাল পুড়ে যায়।
25