নওগাঁয় জাতির পিতার জন্মশত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র্যালী
প্রকাশিত: মার্চ ১৭, ২০২১; সময়: ১০:৪২ pm |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক নওগাঁ : নওগাঁয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্টিত হয়েছে।
বুধবার বিকেলে শহরের তাজের মোড় শহীদ মিনারে জেলা ছাত্রলীগের আয়োজনে এ আলোচনা অনুষ্টিত হয়। নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভীর সভাপতিত্বে এবং জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আমানুজ্জামান সিউল এর সঞ্চলনায় বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক।
আলোচনা সভায় জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পারভিন আকতার, জেলা শ্রমীক লীগের সভাপতি আব্দুল মজিদ, জেলা যুব মহিলা লীগের সাধারন সম্পাদক ফেন্সি চৌধুরীসহ জেলা ও উপজেলা ছাত্রলীগ এর নেতা কর্মীরা বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে তাজের মোড় শহীদ মিনার থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে এক আনন্দ র্যালী বের হয়ে শহর প্রদক্ষিন করে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালী ও আলোচনা সভায় জেলা ও উপজেলা আওয়ামীলীগ, মহিলালীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবমহিলাালীগ, ছাত্রলীগসহ এর অঙ্গ ও সহযোগী সংঘঠনের নেতা কর্মীরা অংশ নেন।
3.6K